ঘুমের সময় সূরা কাফিরূন পড়ার কোনো ফজিলত আছে কি
প্রশ্ন
ঘুমের সময় সূরা কাফিরূন পাঠ করার বিশেষ কোনো ফজিলত আছে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঘুমের সময় সূরা কাফিরূন পাঠ করলে শিরক থেকে মুক্ত থাকা যায়। হাদিস শরিফে এসেছে, عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِنَوْفَلٍ: اقْرَأْ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ثُمَّ نَمْ، عَلَى خَاتِمَتِهَا، فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ ‘ফারওয়াহ ইবনে নাওফাল (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূল (সা.) নাওফাল (রা.)-কে বলেন, তুমি ‘কুল ইয়া আয়্যুহাল কাফিরূন’ সূরাটি পড়ে ঘুমাবে। কেননা তা শিরক থেকে মুক্তকারী।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৫৫] নাতায়িজুল আফকার ৩/৬৫আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17904/article-details.html