কবর সংরক্ষণের শরয়ি নীতি কী

প্রশ্ন                                                                                                  

ইসলামের দৃষ্টিতে কবর সংরক্ষণের শরয়ি নীতিমালা কী?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কবর সংরক্ষণের ক্ষেত্রে ইসলামে বিশেষ নীতিমালা রয়েছে। জীবিতদের এ বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল, কবরকে শিরিক-বিদআত ও হারাম কাজ থেকে মুক্ত রাখা। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ আল্লাহ তাআলা ইহুদ-নাসারাকে ধ্বংস করুন! তারা তাদের নবীগণের কবরকে সিজদার স্থান বানিয়েছে। [সজিহ মুসলিম, হাদিস: ৫৩০] এ ছাড়া কবরের অসম্মান হয় এমন কাজ থেকেও বিরত থাকা। যেমন, কবরের উপরে বসা, সেখানে মলমূত্র ত্যাগ করা ইত্যাদি। তদ্রূপ কবরে যেন গরু-ছাগল প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17738/article-details.html