কবরের উপর বসা যাবে কি
প্রশ্ন
আমাদের এলাকায় একটি পুরনো পাকা কবর রয়েছে। এটি কার কবর কেউ জানে না। এখন ঐ পাকা স্থানের উপর বসে এলাকার ছেলেপেলেরা আড্ডা দেয়। এটা কি জায়েয হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবর পাকা করা বৈধ নয়। এবং কবরের উপর বসাও বৈধ নয়। হাদিস শরিফে এসেছে- نهى رسول الله صلى الله عليه و سلم أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه নাবি কারিম (সা.) কবরকে পাকা করতে, তার উপর বসতে এবং তার উপর কোন ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। [সহিহ মুসলিম, হাদিস: ৯৭০] আরেক হাদিসে এসেছে,উমারা ইবনে হাযম (রা.) বলেন, একদা রাসূলে কারিম (সা.) আমাকে কবরের উপর বসা দেখতে পেয়ে বললেন, কবর থেকে নেমে যাও। কবরস্থ ব্যক্তিকে কষ্ট দিও না। [আলমুজামুল কাবীর, তাবারানি , মাজমাউয যাওয়াইদ ৩/১৯১]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17743/article-details.html