সমিতির টাকা দিতে দেরি করলে জরিমানা আরোপ করা যাবে কি
প্রশ্ন
সমিতির টাকা দিতে দেরি করলে জরিমানা আরোপ করা যাবে কিউত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সমিতির টাকা দিতে দেরি করলে জরিমানা আরোপ করা যাবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ ‘আরতোমরাঅন্যায়ভাবেপরস্পরেরমালগ্রাসকরো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৮] তাই জরিমানাস্বরূপ যাদের টাকা নেওয়া হয়েছিলো, হিসেব করে তাদের টাকা ফেরত দিতে হবে। আলবাহরুর রায়েক ৫/৪১; ফাতাওয়া হিন্দিয়া ২/১৬৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17647/article-details.html