নফল হজ করলে প্রতিষ্ঠান থেকে হজকালীন বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                  

ফরজ হজ ব্যতীত প্রতিবছর কোনো উস্তাদ নফল হজে গেলে তিনি এ সময়ের বেতন পাবেন কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষক বা কর্মচারীর জন্য প্রাতিষ্ঠানিক সময়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিন্ন কোনো চাকরি বা সেবা করা বৈধ নয়। এ সময় অন্য কোনো কাজ করে থাকলে উক্ত সময়ের বেতন বা ভাতা নিতে পারবে না। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করে থাকলে বেতন-ভাতার ব্যাপারে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিধান কার্যকর হবে। সুতরাং হজের ক্ষেত্রেও কর্তৃপক্ষের যে নীতি নির্ধারিত আছে সে নীতি অনুযায়ী বেতন-ভাতা পাবে বা কর্তিত হবে। রদ্দুল মুহতার ৬/৭০, আদদুররুল মুখতার ৬/৭০, নিজামুল ফাতাওয়া ৪/১৪৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=17593&preview=true