অপবিত্র অবস্থায় কবর যেয়ারত করা জায়েয আছে কি
প্রশ্ন
অপবিত্র অবস্থায় কবর যেয়ারত করা জায়েয আছে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গোসল ফরজ হলে দ্রুত গোসল করে নেওয়া উচিৎ। বিলম্ব করা ঠিক নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, وإن كنتم جنبا فاطهروا ‘আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও।’ [মায়েদা, আয়াত: ৬] তবে অপবিত্র অবস্থায় কবর যেয়ারত করা জায়েয আছে। অবশ্য তখন কুরআন তেলাওয়াত করতে পারবে না। ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17526/article-details.html