নারী কণ্ঠে পরিবেশিত সংবাদ শোনা যাবে কি
প্রশ্ন
বর্তমানে রেডিও টেলিভিশনে নারীদের মাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। আমি জানতে চাচ্ছি যে, নারী কণ্ঠে পরিবেশিত সংবাদ শোনা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রয়োজন ছাড়া পর পুরুষের জন্য নারীদের কণ্ঠস্বর শোনা জায়েয নেই। প্রয়োজনের সময় কথা বলার অনুমতি থাকলেও নারীদেরকে কর্কশ ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। যেন ফেতনার আশংকা না থাকে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا ‘তোমরা যদি আল্লাহকে ভয় কর, তাহলে পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। আর তোমরা সঙ্গত কথা বলবে।’ [সূরা আহযাব, আয়াত: ৩২] হাদিস শরিফে এসেছে, فالعينان زناهما النظر، والأذنان زناهما الاستماع، واللسان زناه الكلام ‘রাসূল (সা.) বলেছেন, দুই চোখের যিনা হলো দেখা, দুই কানের যিনা হলো, শোনা, আর মুখের যিনা হলো কথা বলা।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৬৫৭] সুতরাং নারী কণ্ঠে পরিবেশিত সংবাদ শোনা থেকে বিরত থাকা উচিৎ। আহকামুল কুরআন ৩/৩১৭; রদ্দুল মুহতার ২/৯৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17474/article-details.html