শুধু ঠোট ও জিহ্বা নাড়ানোর দ্বারা তেলাওয়াত করলে তেলাওয়াত হিসেবে গণ্য হবে কি
প্রশ্ন
আমি গত ৩০ বছর যাবত হৃদরোগে ভুগছি এবং দুই বার অপারেশন করেছি। ডাক্তারের মতে আর অপারেশন করা সম্ভব নয়। কাজেই আমাকে ওষুধের উপর নির্ভর করে চলতে হবে। আমি উচ্চস্বরে কোনো কিছু বেশিক্ষণ পড়তে পারি না এবং বেশিক্ষণ কথা বলতে পারি না। যদি বলি তাহলে আমার বুকে ব্যথা হয়। এমতাবস্থায় আমি যদি জিহ্বা এবং ঠোঁট নেড়ে কোনো আওয়াজ না করে কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ তাআলা কি তা গ্রহণ করবেন?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরীয়তের দৃষ্টিতে ঠোঁট ও জিহ্বা নাড়ানোর মাধ্যমে অক্ষর উচ্চারণ করা হলেই তেলাওয়াত বলে গণ্য হয়। এর জন্য আওয়াজ হওয়া বা উচ্চস্বরে পড়া শর্ত নয়। সে হিসেবে যেহেতু আওয়াজ করে পড়লে আপনার হার্টের মতো স্পর্শকাতর জায়গায় সমস্যা হয় তাই আপনার জন্য অনুচ্চস্বরে পড়াই কর্তব্য। আপনার জন্য এটাই শরিয়তের বিধান। এটিই আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সংশয় পোষণ করা ঠিক হবে না। আদ দুররুল মুখতার ৫/১৬৬, আলফাতাওয়াল হিন্দিয়া ১/১৩৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17400/article-details.html