জানাজার নামাজের আগে নিয়ত মুখে উচ্চারণ করা কি বিদআত
প্রশ্ন
জানাজার নামাজের আগে নিয়ত মুখে উচ্চারণ করা প্রসঙ্গে বিভিন্ন কিতাবে যে আরবি নিয়ত আছে তা বলা কি বিদআত হবে? জানালে কৃতজ্ঞ হব।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাজার নামাজের নিয়ত মনে মনে করলেই হবে। মুখে উচ্চারণ করা জরুরি নয়। কারণ নিয়ত বলা হয় মূলত মনের ইচ্ছাকে। আর জানাজার নামাজ পড়ার জন্য যেহেতেু সে দাঁড়িয়েছে সুতরাং বুঝা যায় অবশ্যই তার মনের ইচ্ছা রয়েছে। তদুপরি কখনো কখনো কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এমন হয় যে, নামাজের কাতারে দাঁড়ানোর পরও নামাজের দিকে মনোযোগ থাকে না। তাই ফুকাহায়ে কেরাম বলে থাকেন, অন্তরের নিয়তের সাথে সাথে মুখেও নিয়ত উচ্চারণ করে নিবে। এটা জরুরি নয়। মুস্তাহাব। তবে কেউ যদি কোনো মুস্তাহাবকে ফরজের মতো গুরুত্ব দেয় তখন তা বিদআতে পরিণত হয়। উল্লিখিত আলোচনা থেকে আশা করি বুঝতে পেরেছেন, বিভিন্ন কিতাবে যে আরবি নিয়ত পাওয়া যায় তা মোটেও জরুরি নয় এবং জরুরি মনে না করে পড়লে বিদআতও হবে না। ফাতাওয়া শামী ১/৪১৫, মাজমাউল আনহুর ১/৮৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17315/article-details.html