ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি
প্রশ্ন
বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সৌদি বাদশা কর্তৃক বিতরণকৃত সংক্ষিপ্ত তাফসীরে মাআরিফুল কুরআনে লেখা হয়েছে ‘পবিত্র কুরআনের এ তরজমা খাদেমুল হারামাইনিশ শরীফাইন এর পক্ষ থেকে ওয়াকফ লিল্লাহ হাদিয়া স্বরূপ প্রদত্ত, বিক্রয় নিষিদ্ধ।’ অর্থাৎ সেটা ওয়াকফকৃত। অতএব এ তাফসীরের মালিকানা লাভের অধিকার অর্জিত হয় না। সুতরাং এর ক্রয় বিক্রয়ও জায়েয হবে না। আল বাহরুর রায়েক ৫/৩১৩, ফাতাওয়া আলমগীরী ২/৩৫০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17277/article-details.html