বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখা জায়েয আছে কি

প্রশ্ন                                                                                                  

বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখা ও দেখানো জায়েয কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখা ও দেখানো উভয়টি জায়েয। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী (সা.)-এর নিকট এসে বলল, আমি একজন আনসারী রমণীকে বিয়ে করতে চাচ্ছি। এ কথা শুনে মহানবী (সা.) বললেন, ‘মেয়েটিকে দেখে নাও। কেননা আনসারীদের কারো চোখে আবার সমস্যা থাকে।’ [সহিহ মুসলিম: ১৪২৮] তবে তা বেশি জানাজানি না হওয়া উচিৎ। কেননা বিবাহ না হলে এতে উভয়পক্ষের‌ই ক্ষতিগ্রস্ত হওয়া বা সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। আর দেখার ক্ষেত্রে শুধুমাত্র পাত্র কিংবা পাত্রের মহিলা আত্মীয়-স্বজনরা পাত্রীকে দেখতে পারবে। পাত্রের বাবা,ভাই বা অন্য কোনো পুরুষ ব্যক্তির জন্য পাত্রীকে দেখা ও দেখানো সম্পূর্ণ নাজায়েয। হেদায়া ৪/৪৪৩, রদ্দুর মুহতার ১/৪০৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17264/article-details.html