কোন কোন দিন রোজা রাখা নিষিদ্ধ
প্রশ্ন
আমি শুনেছি, বছরের কিছু কিছু দিন রোজা রাখা যায় না। আমি জানতে চাই, সেই দিনগুলো কী কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বছরের পাচটি দিন রোজা রাখা নিষিদ্ধ। সে দিনগুলো হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, আইয়ামে তাশরীকের তিন দিন; অর্থাৎ ১১, ১২, ১৩ জিলহজ। হাদিস শরিফে এসেছে, আবু সাঈদ খুদরি (রা.) বলেন- نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الْفِطْرِ وَالنَّحْرِ ‘নবী (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন রোযা রাখতে নিষেধ করেছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১৯৯২] অন্য হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন: أيام التشريق أيام أكل وشرب وذكر لله ‘তাশরিকের দিনগুলো হচ্ছে পানাহার ও আল্লাহ্কে স্মরণ করার দিন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১১৪১]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17205/article-details.html