শাস্ত্রীয়ভাবে উলুমুল হাদিস বলতে কী বুঝায়
প্রশ্ন
আমি উলুমুল হাদিসের শাস্ত্রীয় পরিচয় জানতে চাচ্ছি।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পরিভাষায় উলুমুল হাদিস বলা হয় علم يعرف به أقوال رسوله صلى الله عليه وسلم وأفعاله وأحواله ঐ শাস্ত্রকে, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, কর্ম ও অবস্থা জানা যায়। উমদাতুল কারী ১/১১ আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17153/article-details.html