কাফফারার টাকা মসজিদ-মাদরাসায় দান করা যাবে
প্রশ্ন
আমার নানীর কাফফারার টাকা মসজিদ মাদরাসায় দান করতে পারব কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাফফারা আদায়ের জন্য যদি তিনি অসিয়ত করে যান তাহলে কাফফারার টাকা মসজিদ-মাদরাসায় দান করা যাবে না। তবে মাদরাসার গোরাবা ফান্ডে দান করা যাবে। আর যদি তিনি অসিয়ত না করে যান বরং ওয়ারিশরা স্বতঃস্ফূর্তভাবে আদায় করে থাকে তাহলে সে টাকা মসজিদ-মাদরাসায় দান করা যাবে। রদ্দুল মুহতার ২/৩৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৫; কিফায়াতুল মুফতী ৬/৩৮৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17160/article-details.html