রাসূল (সা.) কি প্রতি বছর কুরবানি করেছেন
প্রশ্ন
রাসূল (সা.) কি প্রতি বছর কুরবানি করতেন? নাকি মাঝে মাঝে কখনো বাদ পড়েছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানি ওয়াজিব হওয়ার পর রাসূল (সা.) প্রতি বছর নিয়মিত কুরবানি দিয়েছেন। হাদিস শরিফে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন- أَقَامَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي كُلّ سَنَةٍ. রাসূলুল্লাহ (সা.) মদিনায় দশ বছর ছিলেন। প্রতি বছরই কুরবানি করেছেন। [জামে তিরমিযি, হাদিস: ১৫০৭]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17139/article-details.html