ঈদের দিন পরস্পরে সাক্ষাতের সময় কী বলবে
প্রশ্ন
ঈদের দিন যখন একে অন্যের সাথে সাক্ষাত হবে তখন কী বলে অভিবাদন জানাবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের দিন পরস্পরে সাক্ষাত হলে নিম্নোক্ত দোয়া পড়ে অভিবাদন জানাবে- تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْكَ. হাদিস শরিফে এসেছে, জুবায়ের ইবনে নুফাইর (রহ.) বলেন- كَانَ أَصْحَابُ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا الْتَقَوْا يَوْمَ الْعِيدِ يَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ تَقَبّلَ اللّهُ مِنّا وَمِنْكَ. সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন- تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْكَ. আল্লাহ কবুল করুন আমাদের পক্ষ হতে ও আপনার পক্ষ হতে। [ফাতহুল বারী ২/৫১৭]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17113/article-details.html