মেয়েরা কাঁচের আংটি পরতে পারবে কি
প্রশ্ন
কোন মেয়ে যদি কাঁচের আংটি পরতে চায় তাহলে পরতে পারবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষদের জন্য কাঁচের আংটি ব্যবহার করা নাজায়েয হলেও মহিলারা কাঁচের আংটি পরতে পারবে। এতে শরিয়তের কোন বাঁধা নেই। এ ছাড়া পাথর, হীরা, মাটি, পুতি ও ইমিটেশনের আংটিও তারা ব্যবহার করতে পারবে। কিতাবুল আসার ২/৭২৬; ফাতাওয়া কাযী খান ৩/৪১৩; হেদায়া ৪/৪৪১আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17087/article-details.html