মৃত ব্যক্তিকে কি কবরে বসানো হয়
প্রশ্ন
শুনেছি, কবর দেওয়ার পর মৃত ব্যক্তিকে কবরে বসিয়ে প্রশ্ন করা হয়। এটি কি সঠিক?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, হাদিস শরিফে বিষয়টির কথা উল্লেখ রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- إِذَا أُقْعِدَ الْمُؤْمِنُ فِي قَبْرِهِ أُتِيَ ثُمَّ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَذَلِكَ قَوْلُهُ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ} ‘যখন মুমিনকে কবরে বসানো হয়...।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৬৯]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17066/article-details.html