ইমামের পিছনে মুসাফির কয় রাকাত নামাজ পড়বে
প্রশ্ন
মুসাফির তো কসরের নামাজ পড়ে। কিন্তু যখন ইমামের পিছনে নামাজ পড়বে তখনও কি কসর নামাজ পড়বে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুসাফিরের জন্য কসরের বিধান রয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন- وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ ‘আর যখন তোমরা যমীনে সফর করবে, তখন তোমাদের সালাত কসর করাতে কোন দোষ নেই।’ [সূরা নিসা, আয়াত: ১০১] তবে মুসাফির যখন ইমামের পিছনে নামাজ পড়বে তখন আর তার কসর করার অনুমতি থাকবে না। বরং তাকে পূর্ণ নামাজ পড়তে হবে। ফাতাওয়া তাতারখানিয়া ২/৫১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17100/article-details.html