মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কোন দোয়া পড়বে
প্রশ্ন
মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কোন দোয়া পড়বে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় পড়বে বিসমিল্লাহি ওআলা সুন্নাতি রাসূলিল্লাহ (সা.)। হাদিস শরিফে এসেছে- عن ابن عمر أن النبي صلى الله عليه و سلم كان إذا وضع الميت في القبر قال " بسم الله وعلى سنة رسول الله صلى الله عليه و سلم ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) যখন কাউকে কবরে রাখতেন তখন বলতেন, বিসমিল্লাহি ওআলা সুন্নাতি রাসূলিল্লাহ (সা.)। [সুনানে আবু দাউদ, হাদিস: 3213]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17060/article-details.html