বিয়ের পর কথা না শুনলে তালাক বললে কি তালাক হয়ে যাবে

প্রশ্ন                                                                                                  

এক ব্যক্তির একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। একদিন ঐ ব্যক্তিটি ঐ মেয়েকে কথা প্রসঙ্গে বলল, বিয়ের পর কথা না শুনলে তালাক। এখন যদি সে ঐ মেয়েকে বিয়ে করে এবং মেয়েটি বিয়ের পর কথা না শুনে তাহলে কি তালাক হয়ে যাবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, উপরোক্ত কথার কারণে বিয়ের পর মেয়েটি কথা না শুনলেও তালাক হবে না। তবে এ ধরনের কথাবার্তা বলা মারাত্মক অন্যায়। উল্লেখ্য, বিয়েপূর্ব সম্পর্ক ইসলামে জায়েয নেই। তাই তাদের উভয়ের কর্তব্য হল, দ্রুত এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করা। আলবাহরুর রায়েক ৪/৮; আদ্দুররুল মুখতার ৩/৩৪৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16978/article-details.html