বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার হাদিসটি কি সহিহ
প্রশ্ন
খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার হাদিসটি কি সহিহ?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার হাদিসটি সহিহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, فكلوا بسم الله وبركة الله ‘তোমরা বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বলে খাবার গ্রহণ কর।’ [মুসতাদরাকে হাকেম ৫/১৪৬] হাকেম (রহ.) হাদিসটিকে সহিহ বলেছেন এবং যাহাবী (রহ.)ও একে সমর্থন করেছেন।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16984/article-details.html