বোনকে যাকাত দেওয়া যাবে কি
প্রশ্ন
আমার বোনের স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় আমি কি আমার বোনকে যাকাতের টাকা দিতে পারব?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বোন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে বোনকে যাকাত দেওয়া যাবে। যুবাইদ (রহ.) বলেন- قال : قلت لابراهيم : أعطي أختي من زكاتي ؟ قال : نعم আমি ইবরাহীমকে জিজ্ঞাসা করেছিলাম, বোনকে কি যাকাত দিতে পারব? তিনি বললেন: হ্যাঁ, দেওয়া যাবে। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৭১৭১] আর যদি তিনি যাকাত গ্রহণের উপযুক্ত না হন তাহলে তাকে সাধারণ নফল দান করতে পারবেন। কিতাবুল আছল ২/১৪৮; বাদায়েউস সানায়ে ২/১৬২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16985/article-details.html