বিবাহের ক্ষেত্রে অভিভাবকের মতামত কতটা গুরুত্বপূর্ণ

প্রশ্ন                                                                                                  

এখনকার অনেক ছেলেমেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে ফেলে। আমার প্রশ্ন হল, বিবাহের ক্ষেত্রে অভিভাবকের মতামত কতটুকু গুরুত্বপূর্ণ?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিবাহের ক্ষেত্রে অভিভাবকের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য অভিভাবকহীন বিবাহকে শরিয়ত উৎসাহিত করে না। অভিভাবকবিহীন বিবাহ যেন সত্যিকারের শরীয়তী বিবাহই নয়। এ জন্যই হাদীসে সতর্ক করে বলা হয়েছে, لا نكاح إلا بولي অভিভাবক ছাড়া বিবাহ নেই। [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৮৫; জামে তিরমিযি, হাদিস: ১১০১] তবে প্রাপ্তবয়স্ক সন্তানের বিবাহের সামগ্রিক ক্ষমতা শরিয়ত অভিভাবকের হাতে রাখে নি। হাদিস শরিফে ইরশাদ হয়েছে- الأيم أحق بنفسها من وليها অর্থাৎ সাবালিকা মেয়ের নিজ বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অভিভাবক অপেক্ষা তার নিজেরই বেশি। [সহিহ মুসলিম, হাদিস: ১৪২১; সুনানে আবু দাউদ, হাদিস: ২০৯৮] মোটকথা অভিভাবক এবং পোষ্য উভয়ের মতামতের ভিত্তিতেই একটি বিবাহ সম্পন্ন করা উচিত।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16973/article-details.html