প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কী
প্রশ্ন
কেউ যদি ফরজ নামাজের প্রথম রাকাতে ভুলক্রমে সূরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে কী করবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়বে।অবশ্য এ কারণে তার উপর সেজদায়ে সাহু আবশ্যক হবে না। তবে নামাজের মধ্যে এমন গাফেল থাকা উচিত নয় যে, সূরা-কেরাতের বিষয়টি মনে থাকে না। ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16934/article-details.html