তেলাওয়াতে সেজদা দেওয়ার নিয়ম কী
প্রশ্ন
কুরআন শরিফ পড়ার সময় সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়ার পদ্ধতি কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেজদার আয়াত তেলাওয়াত করার পর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদায় যাবে। অতঃপর সেজদার তাসবীহ পড়ে আবার দাঁড়িয়ে যাবে। হাদিস শরিফে এসেছে- عَنْ عَبْدِ اللهِ بْنِ مُسْلِمٍ ، قَالَ : كَانَ أَبِي إذَا قَرَأَ السَّجْدَةَ ، قَالَ : اللَّهُ أَكْبَرُ ، ثُمَّ سَجَدَ. আবদুল্লাহ ইবনে মুসলিম (রহ.) বলেন, আবার বাবা যখন সেজদার আয়াত তেলাওয়াত করতেন তখন আল্লাহু আকবার বলে সেজদায় যেতেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪২১০] শরহুল মুনইয়া ৫০৩; রদ্দুল মুহতার ২/১১৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16838/article-details.html