জানাজার পর লাশকে সামনে নিয়ে হাত উঠিয়ে দোয়া করার বিধান কী
প্রশ্ন
জনৈক ব্যক্তি জানাজা পড়িয়ে লাশকে সামনে রেখে হাত উঠিয়ে দোয়া করেছে। শরিয়তের দৃষ্টিতে এ কাজের বিধান কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাজার পর পুনরায় হাত উঠিয়ে দোয়া করার প্রয়োজন নেই। সাহাবা-তাবেয়িন কারও থেকে এমন আমল খুঁজে পাওয়া যায় না। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা চাই। আর যদি কেউ এটা নিয়মিত করে কিংবা সুন্নত মনে করে করে তাহলে তা বিদআত হয়ে যাবে। মিরকাতুল মাফাতীহ ৪/১৪৯; আলবাহরুর রায়েক ২/১৮৩; আলফাতাওয়াল বাযযাযিয়া ১/৮০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16813/article-details.html