কুরআন মাজিদে ইয়াকীন শব্দের অর্থ কি মারিফাত
প্রশ্ন
এক লোক বললেন, কুরআন শরিফে ইয়াকীন শব্দের অর্থ হল মারিফাত। সুতরাং কারও মারিফাত অর্জন হয়ে গেলে তার আর ইবাদত করা লাগবে না। উল্লেখ্য, সে নিচের আয়াতটি দিয়ে দলিল পেশ করেছে। আপনি ইয়াকীন তথা মারিফাত অর্জন পর্যন্ত আপনার প্রতিপালকের ইবাদত করুন। সূরা হিজর, আয়াত: ৯৯উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত কথাটি চূড়ান্ত পর্যায়ের ভ্রান্তিমূলক কথা এবং বাতিলপন্থীদের কথা। আলোচ্য আয়াতে ইয়াকীন শব্দের অর্থ হল মৃত্যু। সালেম ইবনে আবদুল্লাহ (রহ.)-বলেন: আয়াতে ইয়াকীন শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যু। [সহিহ বুখারি ২/৬৮৩] ইবনে কাছীর (রহ.)বলেন, বাতিলপন্থীদের মধ্যে কিছু লোক এমন রয়েছে, যারা ইয়াকীন শব্দ দ্বারা মারেফত উদ্দেশ্য নিয়েছেন। সুতরাং যখন কেউ মারেফত পর্যন্ত পৌঁছে যাবে তার থেকে শরীয়তের বিধি-বিধান রহিত হয়ে যাবে। (তিনি বলেন) এ ধরনের মতবাদ হল কুফুরি, ভ্রষ্টতা ও মূর্খতা। কেননা সমস্ত নাবি আলাইহিমুস সালাম ও তাদের অনুসারীগণ সকল মানুষ অপেক্ষা আল্লাহকে অধিক ভালোভাবে জানতেন এবং আল্লাহর গুণাবলি ও সর্ববিষয়ে সবচেয়ে বেশি জানতেন। তথাপি তারাই ছিলেন সর্বাধিক ইবাদতকারী ও মৃত্যু পর্যন্ত সকল নেক কাজের প্রতি অগ্রগামী ও অটল-অবিচল। সুতরাং ইয়াকীন শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যু। [তাফসীরে ইবনে কাসীরে ২/৮৬৮] অন্যান মুফাসসিরগণও একই কথা বলেছেন। তাই বাতিলপন্থীদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। তাফসীরে তবারী ৭/৫৫৪; তাফসীরে কুরতুবী ১০/৪২-৪৩; তাফসীরে ফখরে রাযী ১৯/২২১; তাফসীরে রূহুল মাআনী ১৪/৮৭; তাফসীরে মাআরিফুল কুরআন ৫/৩১৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16742/article-details.html