ওজু অবস্থায় আজান দেওয়া কি জরুরি
প্রশ্ন
আমি একজন মুআজ্জিন। আমি জানতে চাচ্ছি, ওজু অবস্থায় আজান দেওয়া কি জরুরি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওজু অবস্থায় আজান দেওয়া জরুরি নয়। তবে ওজু অবস্থায় আজান দেওয়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন- لا ينادي بالصلاة إلا متوضئ ‘ওজু অবস্থাতেই যেন আজান দেওয়া হয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২০১]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16686/article-details.html