অসুস্থতার কারণে কেরাত, দোয়া পড়তে না পারলে কি নামাজ হবে

প্রশ্ন                                                                                                  

আমার দাদি বয়োবৃদ্ধ। কিছু দিন আগে অসুস্থতার কারণে তার কথা বন্ধ হয়ে যায়। তিনি ঐ অবস্থায়ই সব নামাজ চালিয়ে যান। কিন্তু তিনি তো কেরাত বা দোয়া পড়তে পারেননি। এতে কি তার নামাজ হয়েছে? উল্লেখ্য, তিনি এখন কথা বলতে পারেন।

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামাজের মধ্যে কেরাত পড়া যদিও ফরজ কিন্তু কারও যদি যবান বন্ধ থাকে তাহলে তার কেরাত বা অন্যান্য দোয়া পড়া লাগে না। এ ক্ষেত্রে সে মাজুর হিসেবে গণ্য হয়। তাই আপনার দাদি কথা বন্ধ থাকাবস্থায় যে নামাজগুলো পড়েছেন সেগুলো আদায় হয়ে গিয়েছে। এখন আর সেগুলোর কাযা আদায় করতে হবে না। আলবাহরুর রায়েক ২/১১৫; হাশিয়াতুত তহতাবী আলালমারাকী ২৩৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16602/article-details.html