অনেক আগের মোহর কোন টাকা দিয়ে পরিশোধ করবে
প্রশ্ন
এক ব্যক্তি আজ থেকে চল্লিশ বছর আগে বিয়ে করেছিল। তখন সে মোহর আদায় করেনি। সে সময় যে মুদ্রা দিয়ে মোহর নির্ধারণ করেছিল সে মুদ্রার এখন চল নেই। তাহলে এখন সে কীভাবে মোহর আদায় করবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু তৎকালীন মুদ্রা এখন অচল হয়ে গিয়েছে সেহেতু বর্তমানে ঐ মুদ্রাকে ডলার বা রূপার মাধ্যমে হিসাব করবে। অর্থাৎ ঐ সময়ের নির্ধারিত মুদ্রা দ্বারা যত ডলার বা রূপা পাওয়া যেত এখন তত ডলার বা সে পরিমাণ টাকা আদায় করে দিবে। উল্লেখ্য, মোহর আদায়ে বিলম্ব করা উচিত নয়। তাবয়ীনুল হাকায়েক ২/৫৩৩; রদ্দুল মুহতার ৩/১০০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16600/article-details.html