রমল কি শুধু পুরুষদের জন্য
প্রশ্ন
আমরা স্বামী-স্ত্রী হজ্বে যাচ্ছি। হজ্বের একটা বিধান নিয়ে আমার মনে একটু সন্দেহ জেগেছে। সেটি হল, হজ্বের মধ্যে রমল কি আমরা দুজনেই করব, না শুধু আমি করব?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্বের মধ্যে তাওয়াফের সময় রমল করার বিধান শুধু পুরুষদের জন্য। নারীদের জন্য নয়। হাদিস শরিফে এসেছে- আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত, তিনি বলেছেন, বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করা এবং সাফা-মারওয়া সায়ী করার ক্ষেত্রে মহিলাদের জন্য রমল নেই। [সুনানে দারা কুতনী ২/২৯৫] কিতাবুল আসল ২/৩৮৪; আলবাহরুর রায়েক ২/৩৫৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=16339&preview=true