হজ্বে হালাল হওয়ার পূর্বে স্ত্রীর সাথে মিলন হয়ে গেলে কী জরিমানা দিবে
প্রশ্ন
আমি আর আমার স্ত্রী এ বছর হজ্বে গিয়েছি। ঘটনাক্রমে উকুফে আরাফার পর হালাল হওয়ার পূর্বে আমাদের মিলন হয়ে যায়। এখন আমাদের কী জরিমানা দিতে হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
উকুফে আরাফার পর হালাল হওয়ার পূর্বে স্ত্রীর সাথে মিলন হয়ে গেলে প্রত্যেককে একটি করে উট বা গরু জবাই করতে হবে। মানাসিক, পৃ. ৩৩৯; ইলাউস সুনান ১০/৩৪০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16229/article-details.html