কেয়ামতের দিন রাসূল (সা.) তার পরিবারের কোন উপকার করতে পারবে কি
প্রশ্ন
আমার মনে একটা প্রশ্ন জাগে যে, কেয়মাতের দিন রাসূল (সা.) তার পরিবারকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবেন?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
কেয়ামতের দিন প্রত্যেককে তার নিজের নেক আমল এবং আল্লাহর দয়ায় বাঁচতে হবে। আর আমরা বিশ্বাস রাখি, রাসূল (সা.) এর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের মধ্যে যারা ঈমান এনেছে, তারা অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু যারা ঈমান আনেনি তাদের জন্য রাসূল (সা.) এর কিছু করার থাকবে না। এ জন্যই রাসূল (সা.) তার কন্যা ফাতেমাকে লক্ষ্য করে বলেছিলেন- يا فاطمة! أنقذي نفسك من النار، فإني لا أملك ضرا ولا نفعا. ‘হে ফাতিমা! জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা কর। কেননা, আমি উপকার-অপকারের মালিক নই।’ [সহিহ মুসলিম ২/১১৪]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16190/article-details.html