হায়েযগ্রস্ত নারী কি যিকির করতে পারবে
প্রশ্ন
হায়েযগ্রস্ত হলে তো কুরআন পড়তে পারে না। তবে অন্যান্য যিকির করা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
হ্যাঁ, হায়েযগ্রস্ত নারী কুরআন পড়তে না পারলেও যিকির-আযকার করতে পারবে। এতে কোন সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে- عن إبراهيم قال: الحائض والجنب يذكران الله ويسميان. ‘ইবরাহীম নাখায়ি (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন: হায়েয এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি আল্লাহর যিকির করতে পারবে, এবং তাঁর নাম নিতে পারবে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৩০৫] রদ্দুল মুহতার: ১/২৯৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16130/article-details.html