ফিদয়ার মূল্য মসজিদে দান করা যাবে কি
প্রশ্ন
রোজা রাখতে না পারলে যে ফিদয়া দিতে হয় তা কি মসজিদে দেওয়া যাবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
রোজা রাখতে একেবারে অক্ষম হলে তার বদলে ফিদয়া দেওয়ার বিধান রয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন- وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ ‘যারা রোজা রাখতে সক্ষম নয় তারা ফিদয়া দিবে।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৪] তবে ফিদয়া আদায়ের জন্য কাউকে মালিক বানিয়ে দিতে হয়। তাই মসজিদে ফিদয়া দিলে তা আদায় হবে না। ফাতাওয়া খানিয়া ১/২০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16100/article-details.html