নামাজে ঘড়ির দিকে তাকানো যাবে কি
প্রশ্ন
কেউ যদি নামাজে ঘড়ির দিকে তাকায় তাহলে নামাজের কোন ক্ষতি হবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
নামাজ খুশু-খুযুর সাথে পড়তে হয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে- قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ‘মুমিনরা তে সফলকাম। যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে।’ [সূরা মুমিনুন, আয়াত: ১-২] তাই নামাজে ইচ্ছাকৃত ঘড়ির দিকে তাকানো মাকরুহ। তবে অনিচ্ছাকৃত পড়ে গেলে মাকরুহ হবে না। আলবাহরুর রায়েক ২/১৪; রদ্দুল মুহতার ১/৬৩৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16075/article-details.html