তাকবীরে তাশরীকের সাথে অন্য কিছু মিলিয়ে পড়া যায়
প্রশ্ন
আমাদের ইমাম সাহেবকে দেখেছি, মাঝে মাঝে তাকবীরে তাশরীকের সাথে আল্লাহু আকবার বা এ জাতীয় কিছু বলে থাকেন। এমন কিছু কি ইসলামে রয়েছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ইমাম সাহেবের উক্ত কাজ নাজায়েয নয়। তাকবীরে তাশরীকের সাথে আরও কিছু জিকির যুক্ত করা বৈধ আছে। বিশিষ্ট সাহাবি ইবনে উমর (রা.) তাকবীরে তাশরীকের আগে তিনবার আল্লাহু আকবার বলতেন। [আলআওসাত, হাদিস: ২২০১] ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16026/article-details.html