হিন্দু নারীকে বিবাহ করলে করণীয় কী
প্রশ্ন
আমাদের এলাকার এক মুসলিম যুবক একটি হিন্দু নারীর সাথে প্রেম করে বিবাহ করে ফেলেছে। এখন আমরা কী করতে পারি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
মুশরিক নারীদেরকে বিবাহ করা বৈধ নয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন- وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ ‘মুশরিক নারীগণ যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে ততক্ষণ তাদেরকে বিবাহ করো না।’ [সূরা বাকারা, আয়াত: ২২১] তাই অতিসত্বর তাদেরকে পৃথক হয়ে যেতে বলতে হবে এবং পূর্বের কৃতকর্মের জন্য ঐ ব্যক্তিকে তাওবা করতে হবে। এ ছাড়া স্থানীয়ভাবে আইনানুগ কোন কিছু করার থাকলে তা করা যেতে পারে। রদ্দুল মুহতার ৩/১৩১, ১৩২; আলমাওসূআতুল ফিকহিয়্যাহ ৮/১২৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/16030/article-details.html