সর্বনিম্ন কত দিনে বাইয়ে সালাম হতে পারে
প্রশ্ন
বাইয়ে সালাম হওয়ার জন্য সর্বনিম্ন কত দিনের মেয়াদ থাকতে হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
বর্তমান ব্যবসায়ীদের ব্যাপক লেনদেনের কারণে এখনকার ফকীহরা বলে থাকেন, বাইয়ে সালামের মধ্যে যে কোন পরিমাণ সময় নির্ধারিত থাকতে পারে। মাজাল্লা মাজমাউল ফিকহিল ইসলামী, নবম সংখ্যা ১/৩৮৭, ৬৪৩, ৬৫১; ইমদাদুল ফাতাওয়া ৩/২১আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15991/article-details.html