রোজার নিয়ত কখন করা উত্তম
প্রশ্ন
রমজানে যে আমরা রোজা রাখি, এর নিয়ত কখন করা উত্তম?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
নিয়ত অর্থ সংকল্প করা। রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খেলেই নিয়ত হয়ে যায়। আলাদা করে নিয়ত করা লাগে না। আর রমজানের রোজার নিয়ত ফজরের পূর্বেই করা উত্তম। হাদিস শরিফে এসেছে- হাফসা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন- من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له. ‘যে ব্যক্তি ফজরের আগে রোযা রাখার নিয়ত করবে না তার রোযা (পূর্ণাঙ্গ) হবে না।’ [সুনানে আবু দাউদ ১/৩৩৩] আলবাহরুর রায়েক ২/২৫৯-২৬০; বাদায়েউস সানায়ে ২/২২৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15966/article-details.html