ধুমপান করে রোজা ভাঙ্গলে কি কাফফারা দিতে হবে
প্রশ্ন
আমার এক বন্ধু রমজানে ধুমপান করে ফেলেছে। এখন সে অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তার কি কাযার সাথে কাফফারাও দিতে হবে?উত্তর
ধুমপানের মাধ্যমে রোজা ভঙ্গ হলে কাযা ও কাফফারা উভয়টিই আবশ্যক হয়। সুতরাং আপনার বন্ধুকে কাযার সাথে কাফফারাও আদায় করতে হবে। আদ্দুররুল মুখতার ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০; ইমদাদুল ফাত্তাহ ৬৮১আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15923/article-details.html