কী কী কারণে গোসল ফরজ হয়
প্রশ্ন
আমার বয়স চল্লিশ বছর। কিন্তু ইসলাম সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ। তাই আমি জানতে চাচ্ছি, কী কী কারণে গোসল ফরজ হয়?উত্তর
নিম্নোক্ত কারণে গোসল ফরজ হয়। ১. সহবাস করলে। ২. স্বপ্নদোষ হলে। ৩. নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে। ৪. সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে। ৫. মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য। ৬. কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে। সুনানে আবু দাউদ, হাদিস : ২১৭; বাদায়েউস সানায়ে ১/৯০; শরহুল মুনইয়া ১১৬-১১৭; আলবাহরুর রায়েক ১/১৮৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15907/article-details.html