ছোট ভাইয়ের দুধ পান করার দ্বারা বড় ভাইয়ের দুধসম্পর্ক তৈরি হয় কি
প্রশ্ন
ছোটকালে আমি আমার খালাত বোনের সাথে খালার দুধ পান করেছিলাম। এখন আমার বড় ভাইয়ের সাথে ঐ খালাত বোনের বিবাহের কথা চলছে। জানতে চাই, তাদের মাঝে কি বিবাহ সঠিক হবে?উত্তর
আপনার দুধ পানের কারণে আপনার সাথে দুধসম্পর্ক তৈরি হয়েছে। আপনার বড় ভাইয়ের সাথে নয়। সুতরায় আপনার বড় ভাই ঐ খালাত বোনকে বিবাহ করতে পারবে। এতে কোন সমস্যা হবে না। আলমাবসূত, সারাখসী ৫/১৩৭; বাদায়েউস সানায়ে ৩/৪০০; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬৫; আদ্দুররুল মুখতার ৩/৩১৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15911/article-details.html