দালালের পারিশ্রমিক নির্ধারিত না করলে জায়েয হবে কি

প্রশ্ন                                                                                                      

আমি যদি দালালকে এভাবে জমি বিক্রি করতে দিই যে, আমার জমিটি দশ লাখে বিক্রি করে দিলেই হবে এর বেশি যত দামে তুমি বিক্রি করতে পারবে সেটা তোমার হবে এভাবে দালালের পারিশ্রমিক নির্ধারিত করলে জায়েয হবে কি?

উত্তর                                                                                                       

প্রশ্নোক্ত পদ্ধতিতে দালাল নির্ধারণ করা জায়েয নয়। কারণ এখানে দালালের পারিশ্রমিক নির্ধারিত হয়নি। তাছাড়া এ পদ্ধতিতে দালালরা জমির মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ফলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। তাই সহিহভাবে চুক্তি করলে চাইলে দালালের জন্য পারিশ্রমিক নির্ধারিত করে নিতে হবে। অথবা পার্সেন্টিজ আকারে নির্ধারিত করে নিতে হবে। যেমন প্রতি লাখে তোমাকে ৫ হাজার টাকা দিব। ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১০; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15903/article-details.html