জেদ্দায় অবস্থানকারীর জন্য ইহরাম ছাড়া হারামে প্রবেশ করা জায়েয আছে কি
প্রশ্ন
আমি জেদ্দায় থাকি। সেখানে আমার দোকান আছে। আমি হারামে প্রবেশ করতে চাইলে কি আমার ইহরাম করা জরুরি?উত্তর
জিদ্দা মীকাতের ভেতরের এলাকা। আর মীকাতের ভেতরের এলাকায় অবস্থানকারীর জন্য হজ্ব-উমরার নিয়ত না করলে ইহরাম ছাড়া হারামে প্রবেশের অনুমতি রয়েছে। তাই আপনার জন্য হজ্ব-উমরার নিয়ত ছাড়া হারামে প্রবেশ করতে চাইলে ইহরাম করা জরুরি নয়। কিতাবুল আছল ২/৫১৮; রদ্দুল মুহতার ২/৪৭৮;আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15906/article-details.html