তামাত্তু হজ্বকারী হজ্বের আগে মীকাতের বাহিরে যেতে পারবেন কি
প্রশ্ন
কোন তামাত্তু হজ্ব আদায়কারী উমরা শেষে মাদীনায় চলে গেল। পরে হজ্বের সময় ইহরাম করে হজ্ব আদায় করল। এতে কোন সমস্যা হবে কি?উত্তর
না, প্রশ্নোক্ত কারণে তামাত্তু হজ্বে কোন সমস্যা হবে না। হাদিস শরিফে এসেছে- عَنْ يَزِيدَ الْفَقِيرِ ؛ أَنَّ قَوْمًا مِنْ أَهْلِ الْكُوفَةِ تَمَتَّعُوا ثُمَّ خَرَجُوا إلَى الْمَدِينَةِ ، فَأَقْبَلُوا مِنْهَا بِحَجٍّ ، فَسَأَلُوا ابْنَ عَبَّاسٍ ؟ فَقَالَ : أَنَّتُمْ مُتَمَتِّعُونَ. ইয়াযীদ আল-ফাকীর বলেন, কূফার এক দল লোক তামাত্তু হজ্বের জন্য বের হয়েছে। অতঃপর মাদীনায় গিয়েছে। অতঃপর হজ্বের উদ্দেশ্যে পুনরায় এসেছে। তারা ইবনে আব্বাস (রা.)কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: তোমরা তামাত্তু হজ্বকারী। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩১৭২] কিতাবুল আছল ২/৫৩৭; মুখতাছারু ইখতিলাফিল উলামা ২/১৬৭; আহকামুল কুরআন, জাসসাস ১/২৮৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15897/article-details.html