ইতিকাফের মান্নত করলে কি রমজানে আদায় করা যাবে
প্রশ্ন
কেউ যদি ইতেকাফ করার মান্নত করে তাহলে রমজানে ইতেকাফ করলে যথেষ্ট হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, নফল ইতেকাফের মান্নত রমজানের বাহিরে আদায় করতে হবে। রমজানে নফল ইতেকাফের মান্নত আদায় করলে তা আদায় হবে না। ফাতাওয়া হিন্দিয়া ১/২১১; আলমুহীতুল বুরহানী ৩/৩৮৩; উমদাতুল ফিকহ ৩/৩১৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15801/article-details.html