ব্যবসার মূলনীতি কী
প্রশ্ন
ইসলামে ব্যবসার মূলনীতিগুলো কী কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ইসলামে ব্যবসার বেশ কিছু মূলনীতি রয়েছে। নিম্নে তা উল্লেখ করা হল, ১. হালাল জিনিসের ব্যবসা হতে হবে। কোন হারাম বস্তুর ব্যবসা হতে পারবে না। রাসূল (সা.) বলেন- إنَّ اللهَ تعالى إذا حرَّمَ شَيئًا حرَّمَ ثَمَنَه ‘আল্লাহ যখন কোনো বস্তু হারাম করেন, তখন তার মূল্যও হারাম করেন৷’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪৯৩৮] ২. ব্যবসায় মিথ্যার মিশ্রণ করা যাবে না। তাহলে ব্যবসায় বরকত আসবে না। হাদিস শরিফে এসেছে- إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِى الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ ‘ব্যবসার মধ্যে অধিক কসম খাওয়া হতে বিরত থেক। এর দ্বারা পণ্য বেশি বিক্রি হয়, কিন্তু বরকত বিনষ্ট হয়ে যায়।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৬০৭] ৩. পণ্যের মাপে কম-বেশি করতে পারবে না। ৪. একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হল, ব্যবসায় এত বেশি ব্যস্ত হয়ে পড়বে না যে, আল্লাহকে ভুলে যায়। ইবাদাতে অবহেলা চলে আসে।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15862/article-details.html