গোসলের সুন্নত কয়টি ও কী কী
প্রশ্ন
গোসলের সুন্নত কয়টি ও কী কীউত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
গোসলের সুন্নত ৬টি। ১. গোসল শুরুর আগে ‘বিসমিল্লাহ রাহমানির রাহিম’ পাঠ করা। ২. পবিত্রতা অর্জনের নিয়ত করা। ৩. দুই হাতের কব্জি ওজুর মতো তিনবার পরিষ্কার করা। ৪. কাপড় অথবা শরীরের কোথাও অপবিত্র কোনো কিছু থাকলে গোসলের আগে তা পরিষ্কার করা। ৫. গোসলের আগে ওজু করা। গোসলের স্থান নিচু হলে ও পানি জমে যাওয়ার আশঙ্কা থাকলে টাখনুসহ দুই পা পরে পরিষ্কার করা। ৬. ডান দিকে তিনবার, বাম দিকে তিনবার ও মাথার ওপর তিনবার পানি প্রবাহিত করা। সুনানে আবু দাউদ, হাদিস : ২১৭; বাদায়েউস সানায়ে ১/৯০; শরহুল মুনইয়া ১১৬-১১৭; আলবাহরুর রায়েক ১/১৮৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15815/article-details.html